গুগল নেবারলি – Google Neighbourly – #IamNeighbourly

আপনার এলাকায় কি ঘটছে খবর রাখুন নেবারলির মাধ্যমে। নেবারলি একটি সোশ্যাল মিডিয়া টুল যার মাধ্যমে আপনি যেখানে থাকেন তার চারপাশের আপডেট পেতে পারেন; আর হ্যাঁ আপডেট দিতেও পারেন কারণ নেবারলি একটি ক্রাউডসোর্স প্লাটফর্ম যেখানে এর ব্যাবহারকারীরা একদিকে কনটেন্ট ক্রিয়েটর আবার অন্য দিকে কনটেন্ট কনসিউমার। আপনার কি লাভ নেবারলি ব্যবহার করে ? নিজের এলাকা সম্পর্কে আপডেটেড থাকতে পারবেন, প্রতিবেশী হিসাবে পরস্পরকে সাহায্য করতে পারবেন, একজন দ্বায়িত্ববান “নেবারলি টপ নেবার” হতে পারবেন।

বর্তমানে নেবারলির মাধ্যমে কি কি করা যাচ্ছে :-

প্রশ্নোত্তর – আপনার প্রতিবেশী কিছু প্রশ্ন করলে তাকে উত্তর দিয়ে সাহায্য করুন অথবা আপনার কিছু জানার থাকলে প্রশ্ন করুন।
ছবি দেওয়া – আপনার এলাকা সম্পর্কিত ছবি দিন সেই সম্পর্কে দুই এক লাইন লিখুন।
পোল অপসন – কোনো বিষয়ে জনমত নেওয়ার থাকলে পোল অপশনের মাধ্যমে সেটি করতে পারেন।
ইভেন্ট অপসন – কোথাও কোনো ইভেন্ট থাকলে সেটি শেয়ার করতে পারবেন, ইভেন্ট সম্পর্কিত শিরোনাম, দিনক্ষণ দিয়ে।
টিপস – আপনি কোনো ভালো আইডিয়া পেয়েছেন, যেটা আপনার প্রতিবেশীদের কাজে লাগবে সেটি টিপ্ অপশনের মাধ্যমে পোস্ট করতে পারবেন।

কি কি ভাবে নেবারলি কে ব্যবহার করে আপনি আপনার এলাকার সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন ?

• আপনার এলাকা সংক্রান্ত কনটেন্ট, যা আপনার প্রতিবেশীদের কাজে লাগবে সেগুলি নেবারলিতে পোস্ট করুন।
• আপনার এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ আকর্ষণীয় স্থানগুলির ছবি নেবারলি তে ছাড়ুন।
• আপনার এলাকাতে কোনো পাবলিক ইভেন্ট রয়েছে যেমন কোন নাচ-গানের অনুষ্ঠান, রক্তদান শিবির থেকে শুরু করে পরিবেশ সচেতনতার অনুষ্ঠান স্থান কাল পাত্র সহ নেবারলিতে পোস্ট করতে পারবেন। একজন দ্বায়িত্ববান প্রতিবেশী হিসাবে কালচারাল অনুষ্ঠান, সচেতনতামূলক অনুষ্ঠান, জনকল্যাণমূলক অনুষ্ঠান, সামাজিক উৎসব ইত্যাদি সম্পর্কিত বিবরণ সবই পোস্ট করতে পারেন নেবারলিতে।
• আপনার এলাকা সংক্রান্ত কোনো বিষয়ে জনমত নেওয়ার থাকলে নেবারলির পোল অপশনের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে মতামত/সার্ভে সংগ্রহ করতে পারবেন।
• আপনার কাছে কোনো টিপস রয়েছে যা আপনার প্রতিবেশীদের কাজে লাগবে ? এরকম কিছু টিপস আপনি শেয়ার করতে পারেন নেবারলির টিপস অপশনে চলে যান আর পোস্ট করে দিন।

নেবারলি ব্যবহার করার সময় কোন বিষয়গুলি খেয়াল রাখবেন ?

  • নেবারলি প্লাটফর্ম প্রত্যেকের জন্য বন্ধুত্বপূর্ণ এবং স্বাগত পরিবেশ তৈরি করতে নেবারলি প্রতিশ্রুতি মান্য করা উচিত।
    • প্রতিবেশীদের সবাইকে সম্মান জানাব, তারা যেই হোক না কেন।
    • আমি নেবারলিতে প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করব এবং প্রাসঙ্গিক উত্তর দেব।
    • অপ্রাসঙ্গিক ও উল্টোপাল্টা পোস্ট দেখলে রিপোর্ট করবো।
  • নেবারলিতে কোনো গুজব / সত্যি নয় এমন তথ্য দেবেন না।

আরো কি কি ভাবে নেবারলি আপনার কাজে আসতে পারে ?

ধরা যাক কোনো উদ্দেশ্যে আপনি নতুন কোনো জায়গাতে এসেছেন। নতুন আসা জায়গা সম্পর্কে আপনার অনেক কিছু জানার থাকতেই পারে, নেবারলি তে প্রশ্ন করুন!

আরো কিছু তথ্য জেনে রাখলে নেবারলি ব্যবহার করা সহজ হবে :-

  • গুগল প্লে স্টোর থেকে নেবারলি অ্যাপ আপনার এন্ড্রোইড ফোনে ইনস্টল করে নিতে পারবেন।
  • ইনস্টল করার পরে নেবারলি খুললে আপনার স্থানীয় এলাকা (নেবারহুড) বেছে নেওয়ার জন্য আপনার ফোনের লোকেশন সার্ভিস চালু রাখতে হবে। এমনকি নেবারলি ভালোভাবে ব্যবহার করার জন্য আপনার ফোনের লোকেশন সার্ভিস চালুরাখা ভালো।
  • ইনস্টল করার পরে নেবারলি খুলে আপনি যদি দেখেন আপনার এলাকা নেবারলির আওতায় নেই, তাহলে অ্যাপটি আনইনস্টল করবেন না, কিছুদিন রেখেদিন এবং অপেক্ষা করুন আর বেশি সংখক প্রতিবেশীদের এই নেবারলি অ্যাপ ইনস্টল করতে বলুন।
  • বর্তমানে আপনি একই সাথে সর্বাধিক তিনটি এলাকাতে (নেবারহুডে) নেবার হিসাবে যুক্ত থাকতে পারবেন।
  • নেবারলিতে প্রতিবেশীদের প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দিয়ে সাহায্য করার মাধ্যমে, আপনার এলাকা সংক্রান্ত আপডেট নেবারলিতে পোস্ট করার মাধ্যমে আপনি একজন টপ নেবার হয়ে উঠতে পারেন। টপ নেবার হলে আপনার নেবারলি প্রোফাইলে ব্যাজ দেখাবে।
  • টপ নেবার হলে আপনি গুগল এর এই নেবারলি প্রোডাক্ট ফোরামে যুক্ত হতে পারেন, নেবারলি প্রোডাক্ট এর গুগল স্পন্সরড ইভেন্টে উপস্থিত থাকার সুযোগ পেতে পারেন।
  • টপ নেবার ব্যাজ ছাড়াও আপনাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আরো অনেক মেডেল রয়েছে যেমন হেল্পফুল, স্পীডি, কিউরিয়াস, ট্রাস্টেড, পপুলার ইত্যাদি।
  • নেবারলি ব্যবহার করতে থাকুন আপনার কোনো মতামত থাকলে ফিডব্যাক অপশনের মাধ্যমে গুগল কে জানান এই পরিষেবাটিকে কিকরে আরও ভালো করা যায়।

আরো ইন্টারেষ্টিং কিছু পরিষেবা নেবারলিতে আসতে চলেছে জানতে আজই ইনস্টল করুন নেবারলি।

গুগল প্লে ষ্টোরে Neighbourly অ্যাপ এই লিংকে পেয়ে যাবেন – Neighbourly: App Link (Play Store)

নেবারলি সম্পর্কে আরও জানতে এই লিংক দেখুন :-

ওয়েবসাইট :- Neighbourly Website
প্রমিস :- Neighbourly Promise
পলিসি :- Neighbourly Policy
হেল্প :- Neighbourly Support
টপ নেবার FAQ :- Neighbourly Top-Neighbours
যোগাযোগ :- Neighbourly Contact


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *