আগে জানতাম ইন্টারনেট আর কম্পিউটার মানে দুনিয়া হাতের মুঠোয়। বর্তমানে প্রযুক্তি, বিজ্ঞানের কল্যাণে অনেক দূর এগিয়েছে, এখন আমরা বলতেই পারি ইন্টারনেট আর স্মার্টফোন মানে দুনিয়া এখন আঙুলের ডগায়, একটি স্পর্শের দূরত্বে। ডিজিটাল বাঙালি এসেছে আপনার মধ্যে ডিজিটাল দক্ষতা বাড়াতে। ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোন, বিভিন্ন প্রকার ডিজিটাল গ্যাজেট ব্যবহার করে যেগুলি করা যেতে পারে সেগুলি সহজভাবে উপস্থাপিত করবে ডিজিটাল বাঙালি, শুধু তাই নয় সঙ্গে থাকছে বিভিন্ন সাইবার টক, রিভিউ, বিভিন্ন ট্রেন্ডস সম্পর্কে আলোচনা ইত্যাদি যা আপনাকে টেক-স্যাভি করে তুলবে। বলা যেতে পারে ডিজিটাল বাঙালি হলো সাইবার টেকনোলোজি বিষয়ে বাঙালিদের আপগ্রেড করার একটি প্রয়াস। তাই ডিজিটাল বাঙালির সঙ্গে থাকুন আর নিজেকে আপডেট করুন। সমস্ত বাঙালিদের জন্য রইল বাংলা ভাষার ব্লগ – ডিজিটাল বাঙালি।
আমরা খুব শীঘ্রই আসছি!
সঙ্গে থাকুন