আধার সেবা কেন্দ্র কলকাতা

এই মুহূর্তে সব থেকে বড় খবর আধার সেবা কেন্দ্র চালু হযেছে কলকাতাতে, কোথায় ? সল্ট লেক, সেক্টর V। আধার নিয়ে পশ্চিমবঙ্গ বাসীদের অনেক সমস্যা, হয়ে রয়েছে অনেক ভুল কারোর নাম ভুল তো, কারোর জন্ম তারিখ ইত্যাদি ইত্যাদি। ব্যক্তিগত আধার এনরোলমেন্ট সেন্টার গুলি বন্ধ হওয়ার পর পশ্চিমবঙ্গের শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যাংক আর পোস্ট অফিসে চালু ছিল আধারের কাজ যেগুলির সংখ্যা ছিল নিতান্তই কম। বেশ কয়েক বছর ধরে সমস্যার মধ্যে পড়ছিলেন তারা যাদের নতুন আধার করার দরকার ছিল এবং যাদের আধার এ কিছু আপডেট করার দরকার ছিল। নতুন আধার কেন্দ্র চালু হওয়াতে উপকৃত হবেন প্রচুর মানুষ।

কলকাতা আধার সেবা কেন্দ্র সম্পর্কে কিছু কথা :-

  • প্রতিদিন প্রায় ১০০০ রিকুয়েস্ট প্রসেস করার ক্ষমতা রয়েছে।
  • যার কোনদিন আধার ছিলনা সে নতুন আধার করতে পারবেন।
  • যার আধার রয়েছে সেই আধারে কোন তথ্য পরিবর্তন করতে চাইলে সেটিও পারবেন।
  • প্রতিদিন খোলা থাকে, সকাল ৯:৩০ থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত।
  • এখানে কোন কাজ করাতে গেলে, আধারের ওয়েবসাইট থেকে আগাম অ্যাপোয়েন্টমেন্ট বুকিং করে নিতে হবে।
  • নতুন আধার করতে কোন খরচ লাগে না। (শিশু থেকে কৈশরে আসলে যে অত্যাবশ্যকীয় আধার আপডেট করতে হয়তার জন্যও কোনো খরচ লাগেনা)। শুধুমাত্র আধারে কোন তথ্য আপডেট করার জন্য মাত্র 50 টাকা খরচ হয়।

কলকাতা আধার সেবা কেন্দ্রের ঠিকানা :-

Aadhaar Seva Kendra, Kolkata
Asyst Park, 37/1, GN Block, Sector-V
Bidhan Nagar, Kolkata, West Bengal.

আধার কেন্দ্রের গুগল ম্যাপ লোকেশন নিচে দেওয়া হলো

আধার সেবা কেন্দ্রে যাওয়ার জন্য কিভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন ?

আধার সেবা কেন্দ্রে যাওয়ার জন্য আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পর্কে জানার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *